বেশ ভালো মানের প্রশ্ন তো! 😀
এ নিয়ে অনেকের অনেক মতামত আছে সেটা আমি ভালো করে জানি ও দেখেছি অনেক উত্তরে! 🥰
তো আমি কিভাবে সকল গোপন তথ্যগুলো আপনাদের জানাতে পারি? 🤔 যাইহোক , যা হবার হবে - বলে ফেলি - আসল তথ্য 😅 ব্যবসায়ীরা লাভ করার জন্যই ব্যবসা করে - হোক কম বা বেশি! ✋🏼 তো অনেক ব্যবসায়ীরা অনেক পরিমাণে লাভ করে তাদের কথা আর কি বলবো 😪 আপনি যখন কোনো কিছু কেনার সময় দরদাম করতে যাবেন তখন ভাববেন আপনার কোনো লজ্জা শরম বলতে কোনো কিছু নাই 😅 তারা যতই দাম বলুক না কেনো আপনি তার বিরুদ্ধে থাকবেন। আমার প্রপফাইলে একটা উত্তর আছে যে কিভাবে কাপড়ের দোকানদার তাদের কাপড়ের সংকেত নির্ধারণ করে - সেটা পড়লে আপনি সবকিছুই বুঝতে পারবেন - আমি নিশ্চিত যে আপনি ঠকবেন না কখনো ☺️
তো মূল কথায় আসি !
ধরেন একটা টিশার্ট আপনার পছন্দ হয়েছে বেশ ভালো মানের মাশাআল্লাহ ! সেটার দাম চাওয়া হলো মাত্র 1200/- টাকা 🙂
আপনি দাম শুনে 1 মিনিট নিরবতা পালন করবেন। তারপর আপনি চিন্তা করবেন যে এটাকি আদৌ 500 টাকার পন্য নাকি 400 টাকার নাকি 700 টাকার 🤔 কাপড়ের কোয়ালিটি যদি বলে নাহ বেশ ভালোই 🥰 তাহলে বলবেন যে ভাইয়্যা 400 টাকা দিয়ে দেই , কেমন? 🤨 একথা শুনে দোকানদার আপনাকে অনেক কিছু বলবে - যা আপনি শুনেও না শুনার ভান করবেন।
তারপর বলবেন - কি ভাইয়্যা দিবেন না নাকি? 😃 সে বলতে পারে কোথায় 1200 আর কোথায় 400 টাকা 😧 আপনি বলবেন তাহলে আপনি দিচ্ছেন নাহ? 🥱 আচ্ছা ঠিক আমি যাই তাহলে! আপনি দোকান থেকে বেড়িয়ে আসার ভাব করবেন - তারপর তারা আপনাকে ডাক দিবে যে - আপনি কত হলে নিতে পারবেন বা আপনি একেবারে কত দিতে পারবেন? তখন আপনি বলবেন এইতো 400 টাকা দিতে পারবো! তারা বলবে - এর থেকে বেশি হলে নিয়েন।
তারপর আপনি 20/50 টাকা বাড়াবেন যেমন 420/450 টাকা। এরপর বুঝতে পারবেন তারা কি চায় ! হয়তো বা তারা আপনায় একদাম বলে দিবে বা আপনাকে বাড়তে বলবে। যদি একদাম বলে আর যদি না বলে আপনি বলবেন যে আপনারা একদাম কত হলে দিবেন? যদি বলেই ফেলে তাহলে তো ছক্কাটা দিবেন 🏏 যদি বলে যে একদাম 900 টাকা
আপনি বলবেন যে 500 টাকা হলে প্যাকেট করতে পারেন। যদি তাদের কিছু হলেও লাভ হয় তাহলে তারা একটু জোরাজোরি করবে দাম বাড়ানোর জন্য - আর আপনি তো আবার এককথার মানুষ - যা বলেছেন তাই ! যদি এতেও না হয় তাহলে বেড়িয়ে আসার ভান করবেন হয়তো বা তখন তাদের ডাকে আপনি পণ্যটি পেয়ে যাবেন। 😎 যদি দোকানীদের কিছু হলেও লাভ হয় তাতেও তারা দিতে বাধ্য। ঠিক এমনভাবে আমি পণ্য কিনে থাকি আর লাভবান হই 😚 আবার আমরা যখন পণ্য বিক্রি করি
তখন কিছু লাভ হলেই চাই যে আরো কিছু লাভ হলেই দিয়ে দিব আর যদি আরো কিছু না দেয় তাহলে ও দিয়ে দিব - তবে কাস্টমারে কাছে চাইতেই থাকবো যদিও দিয়ে দেয় 😀 তাহলে তো আমাদেরই লাভ।
এই লেখাটি পড়লে আপনি আর কখনোই ঠকবেন না ইনশাআল্লাহ -
Source: Internet